Header Ads

মায়ের চিঠি || Poritosh barei











মায়ের চিঠি


খোকা,
তুমি কেমন আছ?
তোমার প্রদত্ত জেলে আমি ভালো আছি।
ইতি
তোমার মা!

বুঝলেন মশায়, টাকা পয়সা আমার ছেলে মন্দ কামায় না। কেবল তার বৃহৎ গৃহে এ বৃদ্ধটির জন্য সামান্য জায়গা হয়না।

জীবনের শেষে এসে বাবা-মায়ের এমন আকুতির কথাগুলো বার বার আমাদের বিবেকবোধের কাছে এসে প্রশ্ন তুলে যায়। কখনও বৃদ্ধাশ্রম নামক গানটি দিয়ে কখনও বা এক মায়ের সন্তানের কাছে লেখা চিঠি দিয়ে।
মিষ্টি হেসে আমি ভালো আছি কথাটাও কখনও কখনও হৃদয়কে ছিন্ন বিছিন্ন করে দেয়। তেমনি কষ্টের গভীরতা বুঝাতেও চোখের জলের দরকার হয়না।

বৃদ্ধাশ্রমে বসে এক মা তার প্রাণপ্রিয় ছেলের কাছে চিঠি লিখতে বসলেন। হাজারো কষ্ট সয়ে যে সন্তানকে তিল তিল করে নিজের জীবন খুইয়ে বড় করেছেন। ছেলেটি সুখেই আছে এখন। কিন্তু যে মায়ের সন্তানের সাথে সুখে থাকার কথা।
সেই মা, কেমন আছে?

প্রতিদিনের লেখা চিঠির শুরুতে মা বার বার লিখে গেলেন। খোকা তুমি কেমন আছ? আমি ভালো আছি!
আর লিখলেন শুরু থেকে নিজ জীবন সংগ্রামের প্রতিটি কথা। কত অলিগলি, কত অন্ধকার, ভয় পেরিয়ে একমাত্র ছেলেকে আলগে রেখেছিলেন বুকে, হৃদয়গ্রাহি সে সকল কথা।

বইটিতে শুধু একজন মায়ের গল্পই স্থান পায়নি। এমন আরো অনেক গৃহহীন, বৃদ্ধাশ্রম নামক জেলের অধিবাসীদের কথা বলা হয়েছে। সবার গল্প একদম আলাদা। কেবল থেমেছে এসে একটি বিন্দুতে। যে বিন্দুতে কেউই কখনও যেতে চায়না। এখানের জীবন বন্দী জলের মতো যেন। পালানোর জায়গা খুঁজে মরে। জীবন স্রোতহীন, তাই পালানোর উপায় নেই। অবশেষে মানিয়ে নেওয়ার গল্প। প্রিয়জনহীন নিসঙ্গ এক জীবন গল্প। সবমিলিয়েই বইটি, মায়ের চিঠি।

খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন লেখক। সমাজের বর্তমান রুপ। সন্তানের পিছনে কতখানি ত্যাগ স্বীকার করেন এক একজন বাবা -মা তারই করুণ বর্ণনা। সবমিলিয়ে ভালো লেগেছে। তবে কাহিনীতে মা -ছেলের সম্পর্ককে আরেকটু গাঢ় করা যেত বলে আমার মনে হয়। তাহলে পাঠকের হৃদয়ে আরো ছাপিয়ে যেত গল্পটি।

লেখক পরিচিতি: পেশায় তিনি ইঞ্জিনিয়ার। লেখালেখিটা নেশার মতো। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার গভীর আগ্রহ এবং সাহিত্যের প্রায় সকল শাখায় তার অবাধ বিচরণ। পেয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্য পুরস্কার, মাদারীপুর। নজরুল সাহিত্য সম্মাননা, ঢাকা। আব্দুল আলীম স্মৃতি সাহিত্য পুরস্কার সহ আরো কয়েকটি সম্মাননা পুরস্কার।

বই সম্পর্কিত তথ্য-                 রিভিউটি লিখেছেনঃ- 
নাম: মায়ের চিঠি                    
    মুনঈম সুলতানা সাথী 
লেখক: পরিতোষ বাড়ৈ প্রচ্ছদ: মশিউর রহমান 
প্রকাশনী: অনন্যা          
মূল্য : ১৫০ ৳

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.