Header Ads

History of Bangla Literature

বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য।এ সাহিত্যের আরেক প্রাচীনতম সৃষ্টি হলো ছড়া।সাহিত্য নিয়ে কবি গুরু একটা উক্তি ব্যক্ত করেছেনঃ- একের সহিত অন্যের মিলনের মাধ্যমই হলো সাহিত্যআমাদের এই সাহিত্য ধারনামতে ১০০০ বছর পুরোনো।ইতিহাস বিদরা বাংলা সাহিত্যের ইতিহাস আর ইংরেজী সাহিত্যের ইতিহাসের মাঝে তারতম্য করেছেন। তবে ইংরেজী সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস থেকে অনেক পুরোনো এটা অনেকেই বলেছেন।বাংলা সাহিত্যের উন্মেষ ঘটে বৌদ্বদের হাতে।
ইতিহাসবেত্তারা বাংলা সাহিত্যের সময়কাল কে ৩ ভাগে ভাগ করেছেনঃ-

১.আদি যুগ(যার সময়সীমা ৬০০-১২০০খ্রী:)
২.মধ্যযুগ(এই যুগের সময়সীমা ১২০১-১৮০০খ্রী:)
৩.আধুনিক যুগ(আমাদের যুগ, এ যুগের সময় সীমা ১৮০১-বর্তমান।

*মধ্যযুগ সম্পর্কে কিছু কথা আছে যেমনঃ মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয়।কেননা এ সময় তেমন কোন উল্লেখযোগ্য গ্রন্থ,কবিতা,উপন্যাস রচিত হয়নাই।এই যুগকেও সন্ধিযুগ ও বলা যায়।

♦বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটি গানের সংকলন।
চর্যাপদের মোট লেখক ছিলেন ২৪ জন।বেশি পদ রচনা করেন কাহ্নপা।তিনি রচনা করেন ১৩ টি পদ।

★মধ্যযুগের প্রথম নিদর্শন হলো শ্রীকৃষ্ণকীর্তন।এর রচয়িতা ছিলেন বডু চণ্ডীদাস। এই যুগের শ্রেষ্ট কবি ছিলেন।
বাংলা সাহিত্যের প্রথম মুসলীম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর।ইনি বিখ্যাত কাব্য গ্রন্থ -ইউসুফ জোলেখার রচয়িতা।

★আধুনিক যুগের প্রধান ক্যারেক্টার ছিলো মানবতা।আর এই যুগের নিদর্শন হলো বাংলা গদ্যে।বাংলা গদ্যের পথিকৃৎ ছিলেন উইলিয়াম কেরি।সাধু রীতির জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এ যুগে প্রমথ চৌধুরীর নাম ও বেশ সুনামের সাথেই ছিলো।বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্রকাশিত হয় আলালের ঘরের দুলাল।রচয়িতা ছিলেন প্যারিচাদ মিত্র।প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।
তবে ছোটগল্পের প্রবর্তক হিসেবে কবিগুরুর জুড়ি নেই। এ যুগে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে রয়েছেনঃ স্বর্ণকুমারী দেবী,মাইকেল মধুসূদন দত্ত,মোহিতলাল মজুমদার, এছাড়া আছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও।
নাটকঃ- একটি দৃশ্য কাব্য।সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্নক নাটক।ট্রাজেডি,কমেডি ও ফার্সের মুল পার্থক্য -জীবনাভুতির গভীরতায়।বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা (মাইকেল মধুসূদন দত্ত)
বাংলা সাহিত্যের প্রথম বিয়োগান্তক নাটক-কৃষ্ণকুমারী।
এছাড়াও বাংলা সাহিত্যে মেঘনাদবোধ কাব্যগ্রন্থ ও বেশ সাড়া ফেলেছে।

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.