About me
আড্ডায় বইয়ের পাতা গ্রুপ নীতিমালা
আমরা এখন ৪২০০০+। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের সহযোগিতায় আমরা দারুণ একটি বইয়ের গ্রুপ পরিচালনা করছি। গ্রুপটিকে আরও সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদেরকে গ্রুপের নীতিমালা অনুসরণের অনুরোধ করা হচ্ছে।
১। গ্রুপটি বইয়ের, তাই কথা হবে বই নিয়ে, লেখক নিয়ে, বই পড়ে ভাললাগা মন্দলাগা এবং ব্যক্তিগত বা অন্য কারো বাস্তব অভিজ্ঞতা নিয়ে। জ্ঞানমূলক তথ্য এবং বিষয়বস্তু নিয়ে।
২। গ্রুপে কেবল কোন বইয়ের প্রচ্ছদ না আপলোড করে বই সম্পর্কে দু চার কথা লিখতে হবে। সেটা হতে পারে রিভিউ বা আপনার ভাললাগা বা মন্দলাগার বিষয়গুলো।
৩। আপনার ব্যক্তিগত লেখা সেটা হতে পারে প্রবন্ধ, হতে পারে কবিতা, গল্প বা উপন্যাস এসব প্রকাশ করা যাবে।
৪। লেখক বা লেখিকারা আমাদের সম্পদ। কোন একজন লেখক বা লেখিকাকে আপনার পছন্দ না হতে পারে। সেক্ষেত্রে লেখক বা লেখিকাকে উদ্দেশ্য করে সীমা লঙ্ঘন হয় এমন কিছু দয়া করে করবেন না।
৫। এই গ্রুপের মালিক আপনি, আমি, সবাই। কেউ ভুল করলে ভদ্র এবং শালীনভাবে তাঁকে আমরা ধরিয়ে দেব। ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকব।
৬। ব্যক্তিগত পর্যায়ে (ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া) বই বিক্রয়, বই ক্রয় নিয়ে পোস্ট করা যাবে। তবে শর্ত থাকে যে সেখানে বইটি সম্পর্কে পর্যাপ্ত তথ্য থাকতে হবে। পুরাতন বই বিক্রির ক্ষেত্রে বইটির বর্তমান অবস্থা কেমন তা উল্লেখ করতে হবে। পোস্ট করা যাবে অন্তত এক বছরের পুরাতন বইয়ের পিডিএফ চেয়ে।
৭। রক্ত চেয়ে, সামাজিক ত্রাণ বা দেশের জরুরী অবস্থার সৃষ্টি হলে সাহায্য চেয়ে পোস্ট করা যাবে। তবে কাজ শেষে পোস্টটি পোস্টদাতা নিজে ডিলিট করবেন অথবা ডিলিট করা হবে বা হতে পারে।
৮। "দিতে পারো একশো ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস উড়াই।"-হুমায়ূন আহমেদ
কেবল এমন এক লাইনের কবিতা বা উক্তি না লিখে দয়া করে কেন এটি আপনার ভালো লাগলো তার কারণ প্রকাশ করুন, দু চার কথা লিখুন।
৯। অমুক ধর্ম ভুয়া, অমুক বিজ্ঞানী বানর, অমুক লেখক ** ইত্যাদি বক্তব্য থেকে দয়া করে দূরে থাকুন। গঠনমূলক আলোচনা করুন।
১০। অন্যের লেখা কপি করলে তাঁর কৃতজ্ঞতা শেয়ার করবেন।
১১। বই ব্যতিত অন্যান্য প্রয়োজনীয় পোস্টের ক্ষেত্রে "অফটপিক" শব্দটি ব্যবহার করবেন। তবে যেকোন অফটপিক ডিলিটযোগ্য।
১২। ভাষা বিকৃতি যেমন গিফ্ট কে গিফ্টু, ফ্রেন্ডকে ফ্রান্স ইত্যাদি শব্দ ব্যবহার না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হল।
১৩। উপরের নীতিমালা লঙ্ঘন করলে সম্মানিত অ্যাডমিনগণ আপনাকে সতর্ক করতে পারেন বা ব্যবস্থা নিতে পারেন।
১৪। গ্রুপে কোন কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্ক পোস্ট করলে তাঁকে বিনা সতর্কতায় ব্যান করা হবে।
আপনার কোন জিজ্ঞাসা, কোন অভিযোগ এবং পরামর্শ থাকলে দয়া করে তা শেয়ার করুন, গ্রুপকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
আমরা এখন ৪২০০০+। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের সহযোগিতায় আমরা দারুণ একটি বইয়ের গ্রুপ পরিচালনা করছি। গ্রুপটিকে আরও সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদেরকে গ্রুপের নীতিমালা অনুসরণের অনুরোধ করা হচ্ছে।
১। গ্রুপটি বইয়ের, তাই কথা হবে বই নিয়ে, লেখক নিয়ে, বই পড়ে ভাললাগা মন্দলাগা এবং ব্যক্তিগত বা অন্য কারো বাস্তব অভিজ্ঞতা নিয়ে। জ্ঞানমূলক তথ্য এবং বিষয়বস্তু নিয়ে।
২। গ্রুপে কেবল কোন বইয়ের প্রচ্ছদ না আপলোড করে বই সম্পর্কে দু চার কথা লিখতে হবে। সেটা হতে পারে রিভিউ বা আপনার ভাললাগা বা মন্দলাগার বিষয়গুলো।
৩। আপনার ব্যক্তিগত লেখা সেটা হতে পারে প্রবন্ধ, হতে পারে কবিতা, গল্প বা উপন্যাস এসব প্রকাশ করা যাবে।
৪। লেখক বা লেখিকারা আমাদের সম্পদ। কোন একজন লেখক বা লেখিকাকে আপনার পছন্দ না হতে পারে। সেক্ষেত্রে লেখক বা লেখিকাকে উদ্দেশ্য করে সীমা লঙ্ঘন হয় এমন কিছু দয়া করে করবেন না।
৫। এই গ্রুপের মালিক আপনি, আমি, সবাই। কেউ ভুল করলে ভদ্র এবং শালীনভাবে তাঁকে আমরা ধরিয়ে দেব। ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকব।
৬। ব্যক্তিগত পর্যায়ে (ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া) বই বিক্রয়, বই ক্রয় নিয়ে পোস্ট করা যাবে। তবে শর্ত থাকে যে সেখানে বইটি সম্পর্কে পর্যাপ্ত তথ্য থাকতে হবে। পুরাতন বই বিক্রির ক্ষেত্রে বইটির বর্তমান অবস্থা কেমন তা উল্লেখ করতে হবে। পোস্ট করা যাবে অন্তত এক বছরের পুরাতন বইয়ের পিডিএফ চেয়ে।
৭। রক্ত চেয়ে, সামাজিক ত্রাণ বা দেশের জরুরী অবস্থার সৃষ্টি হলে সাহায্য চেয়ে পোস্ট করা যাবে। তবে কাজ শেষে পোস্টটি পোস্টদাতা নিজে ডিলিট করবেন অথবা ডিলিট করা হবে বা হতে পারে।
৮। "দিতে পারো একশো ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস উড়াই।"-হুমায়ূন আহমেদ
কেবল এমন এক লাইনের কবিতা বা উক্তি না লিখে দয়া করে কেন এটি আপনার ভালো লাগলো তার কারণ প্রকাশ করুন, দু চার কথা লিখুন।
৯। অমুক ধর্ম ভুয়া, অমুক বিজ্ঞানী বানর, অমুক লেখক ** ইত্যাদি বক্তব্য থেকে দয়া করে দূরে থাকুন। গঠনমূলক আলোচনা করুন।
১০। অন্যের লেখা কপি করলে তাঁর কৃতজ্ঞতা শেয়ার করবেন।
১১। বই ব্যতিত অন্যান্য প্রয়োজনীয় পোস্টের ক্ষেত্রে "অফটপিক" শব্দটি ব্যবহার করবেন। তবে যেকোন অফটপিক ডিলিটযোগ্য।
১২। ভাষা বিকৃতি যেমন গিফ্ট কে গিফ্টু, ফ্রেন্ডকে ফ্রান্স ইত্যাদি শব্দ ব্যবহার না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হল।
১৩। উপরের নীতিমালা লঙ্ঘন করলে সম্মানিত অ্যাডমিনগণ আপনাকে সতর্ক করতে পারেন বা ব্যবস্থা নিতে পারেন।
১৪। গ্রুপে কোন কুরুচিপূর্ণ প্রাপ্তবয়স্ক পোস্ট করলে তাঁকে বিনা সতর্কতায় ব্যান করা হবে।
আপনার কোন জিজ্ঞাসা, কোন অভিযোগ এবং পরামর্শ থাকলে দয়া করে তা শেয়ার করুন, গ্রুপকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
No comments