ইতিহাসের এই দিনে, 03
শুভ সকাল
আজ বুধবার
২৬ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ
১১ অক্টোবর ২০১৭ খ্রীষ্টাব্দ, ২০ মহররম ১৪৩৯ হিজরী
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন।
#ইতিহাসের এই দিনে-
--------------------------
১৫০৩ সালের এই দিনে দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।
১৬৬৯ সালের এই দিনে পিটার দি গ্রেট রাশিয়ার জার হন।
১৭৩৭ সালের এই দিনে কলকাতায় যুগপৎ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ লোকের মৃত্যু ঘটে।
১৮৭১ সালের এই দিনে পুঁথি সংগ্রাহক ও লেখক আব্দুল করিম সাহিত্য বিশারদ জন্মগ্রহন করেন।
১৮৭৭ সালের এই দিনে সাহিত্যিক সমালোচক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহন করেন।
১৮৮৫ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৫২] ফরাসি সাহিত্যিক ফ্রাঁসোয়া মরিয়াক জন্মগ্রহন করেন।
১৮৯৯ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও বৃটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।
১৯১৯ সালের এই দিনে নোবেলজয়ী [১৯১৭] ডেনিশ সাহিত্যিক কার্ল অ্যাডলফ ইয়েলেরুপ মৃত্যুবরণ করেন।
১৯২৩ সালের এই দিনে জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটে। ১ পাউন্ডের মূল্যমান দাঁড়ায় ১ হাজার কোটি মার্ক।
১৯২১ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিম জন্মগ্রহন করেন।
১৯৩৮ সালের এই দিনে বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা নগেন্দ্রনাথ বসু মৃত্যুবরণ করেন।
১৯৪২ সালের এই দিনে জনপ্রিয় ভারতীয় চলচিত্র অভিনেতা অমিতাভ বচ্চন (অমিতাভ হরিবংশ বচ্চন) জন্মগ্রহন করেন।
১৯৬৩ সালের এই দিনে ফরাসি সাহিত্যিক জাঁ ককতো মৃত্যুবরণ করেন।
১৯৬৪ সালের এই দিনে কায়রোতে ৪৭ জোট নিরপেক্ষ দেশের সম্মেলন
সমাপ্ত হয়।
১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ, গিনি-বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৯১ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পড়ার কিছু
আগে দেশটির গোয়েন্দা সংস্থা কেজেবির তৎপরতা বন্ধ করে দেয়া হয়।
২০০০ সালের এই দিনে লন্ডনে প্রথমবারের মত একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারী হিসাবে অনুমোদন দেয়া হয়।
২০০১ সালের এই দিনে চীনের রাষ্ট্রীয় মানদন্ডকরণ ব্যবস্থাপনা কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়।
সূত্রঃ ইন্টারনেট
No comments