Header Ads

ইতিহাসের এই দিনে 01


শুভ সকাল
আজ সোমবার
২৪ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ
০৯ অক্টোবর ২০১৭ খ্রীষ্টাব্দ, ১৮ মহররম ১৪৩৯ হিজরী
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন।

#ইতিহাসের এই দিনে-
-----------------------------
১২৫৩ সালের এই দিনে ফ্রান্সের রাজা দশম চার্লস জন্মগ্রহন করেন।

১৫১৪ সালের এই দিনে ফ্রান্সের রাজা দ্বাদশ লুই মেরি টিউডরকে বিয়ে করেন।

১৭০৮ সালের এই দিনে রাশিয়া ও সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত হয়।

১৭৭৯ সালের এই দিনে তাঁত বয়নে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিক্রিয়ায় ম্যাঞ্চেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে।

১৮৫৩ সালের এই দিনে অক্টোবর বিশিষ্ট ফরাসী চিকিৎসক ও গবেষক এমিল রো জন্মগ্রহণ করেন।

১৮৭৪ সালের এই দিনে বিশ্ব ডাক ব্যবস্থা চালু হয়।

১৮৭৯ সালের এই দিনে জার্মান পদার্থবিদ মাক্স ফন লাউয়ে জন্মগ্রহন করেন।

১৮৯২ সালের এই দিনে যুগোস্লাভিয়ার নোবেলজয়ী [১৯৬১] কথাসাহিত্যিক ইভো আন্দ্রিক জন্মগ্রহন করেন।

১৮৯৯ সালের এই দিনে লন্ডনে প্রথম পেট্রোলচালিত মোরটরযান চলাচল শুরু হয়।

১৯১১ সালের এই দিনে চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়।

১৯২৭ সালের এই দিনে আইরিশ সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার ফ্রান্সিস ও’ফেরেল জন্মগ্রহন করেন।

১৯৪০ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে।

১৯৬২ সালের এই দিনে প্রখ্যাত আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড় হোর্হে বুরুচাগা জন্মগ্রহন করেন।

১৯৬২ সালের এই দিনে আফ্রিকার দেশ উগান্ডা বৃটিশ উপনিবেশবাদী শাসন থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬৭ সালের এই দিনে ল্যাটিন আমেরিকার বিখ্যাত বিপ্লবী নেতা আর্নেস্টো চে গুয়েভারাকে তার কয়েকজন অনুসারীসহ বলিভিয়ায় হত্যা করা হয়।

১৯৬৭ সালের এই দিনে বিখ্যাত ফরাসী ইতিহাসবিদ ও জীবন কাহিনী লেখক আন্দ্রেঁ মউরোইস মৃত্যুবরণ করেন।

১৯৮৭ সালের এই দিনে কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদ মৃত্যুবরণ করেন।

২০০৪ সালের এই দিনে আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

২০০৬ সালের এই দিনে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় বলে অভিযোগ রয়েছে।

সূত্রঃ ইন্টারনেট

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.