Great Achievement
৪০,০০০ হাজারের এক অবিস্মরণীয় মাইলফলক। এই দিনটার আশায় আমরা অনেকেই ছিলাম।এ চেষ্টা, এ সাধনাতে অনেক ত্যাগের বিনিময়ে হয়েছে।যারা যারা শ্রম দিয়ে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন,তাদেরকে সাথে নিয়েই পেরুতে চাই বাকিটা পথ। আজকে আমরা গ্রুপের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো। এই ইনভেস্টিগেশন টপিকটা গত ২৮ দিনের কার্যক্রম থেকে নেয়া হয়েছে।
________________________________________
টপ_কন্ট্রিবিউটরসঃ- বেস্ট পোস্ট ও কমেন্টের দিক থেকে যারা সেরা!!!
1.Hridoy Ahmed.
2.S.M.Ahmed Neloy
3.Md.Abdullah Hossain.
4.বিশ্বজ্যোতি বড়ুয়া শান্ত।
5.Badrul Millat
6.Tabris Khan.
7.আর.এস.তালু.
8.হোসনেয়ারা ইয়াসমিন।
9.Mezuma Munzay.
10.সোহেল নূর।
________________________________________
আমাদের গ্রুপের মেম্বার্স জেন্ডারঃ-
আমাদের গ্রুপের সদস্যদের ভেতরে পুরুষদের সংখ্যা অনেক অনেক বেশি।তার মানে আমরা এটাই অনুমান করে নিতে পারি যে,পুরুষ বই প্রেমিক, নারী বই প্রেমিকা থেকে বেশি। আমাদের আরো পাঠিকা বাড়াতে হবে।সাথে সাথে পাঠকও।
আমাদের গ্রুপে নারী সদস্য ৩২.৩%;পুরুষ সদস্য ৬৭.৭% এবং কাস্টমস ০০.০%।
________________________________________
#টপ_পোস্টঃ-
লেখক পাঠক আড্ডা ও পাঠক আড্ডা।
________________________________________
#বৈদেশিক_মেম্বার্স
এসব দেশে অনেক বাংলাদেশীও রয়েছেন,আবার ওইসব দেশের জনগন ও রয়েছেন।
#বাংলাদেশ থেকে ৩৬,০০০ জন।
#ভারত থেকে ২০০০ জন।
#সৌদি আরব থেকে ২১৯ জন।
#যুক্তরাষ্ট্র থেকে ২০৪ জন।
#মালয়েশিয়া থেকে ১৯৩ জন।
________________________________________
#সেরা_নগর_থেকে_যারা_যুক্তঃ-
ঢাকা ডিভিশন থেকে ৩০,৩০০ জন।
চিটাগাং ডিভিশন থেকে ২৬০০ জন।
পশ্চিম বাংলা থেকে ১২০০ জন।
কুষ্টিয়া থেকে ২৪৩ জন।
সিলেট থেকে ২৫৭ জন।
________________________________________
এবং_সর্বশেষঃ-
লাস্ট ২৮ দিনে ৩৭০০ জন গ্রুপে যুক্ত হয়েছেন।৭০ জন ডিকলাইন এবং ৬ জন ব্লকড। পোস্ট হয়েছে ১,৬৮৬ টি,কমেন্ট হয়েছে ১৯,০০০ টি,রিয়েকশন পড়েছে ৬৮.৯ হাজার এবং আমাদের গ্রুপের জন্য যেটা সর্বপ্রথম জরুরি সেটা হচ্ছে মেম্বার্স একটিভিটি! আমাদের গ্রুপে প্রায় ২২,২০০ জন সদস্য চরমভাবে না হলেও সরলভাবে এক্টিভ থাকে।
এগিয়ে যাক এই ছোট্ট ভালোবাসার গ্রুপটা; ভালোবেসে নিক সবাই, আপন করে নিক সবাই।বই পড়ুন,বইয়ের জগতে ডুবুন, বইয়ের জগত পাড়ি দিন। সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন,আড্ডায় বইয়ের পাতার সাথেই থাকুন!শুধুই থাকুন।আল্লাহ্ হাফেজ।
![]() |
পোস্টটি করেছেন |
No comments