The Old Man and the Sea
বইয়ের নাম - The Old Man and the Sea
লেখক - Ernest Hemingway
ঘরনা - Literary fiction
ভাষা – ইংরেজি
বইয়ের পৃষ্ঠা – ৯৯
বিনিময় মূল্য – ৭১৮ টাকা।
প্রকাশন - Vintage Books
রিভিউ লেখক- মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ফয়সল
ইবুক লিংক- The Old Man and The Sea
ব্যক্তিগত অনুযোগ (রেটিং) – ৪/৫
বইয়ের সবচেয়ে অনুভূতিপ্রবণ একটা লাইন এবং নিজের সাথে, নিজেকে বারবার
সান্ত্বনা দেয় Hemingway এর চিরসবুজ কথাটা, “কিন্তু, মানুষ কখনো পরাজিত হতে
পারে না,” সে বললো। “একজন মানুষ মচকাবে কিন্তু কখনো ভাঙবে না।”
কি চমৎকার আর শ্রুতি মাখানো কথা, যখন থেকে পড়ছি তখন থেকে মনের মাঝে অভূতপূর্ব আন্দোলিত মুহূর্ত খেলে উঠেছে! বইটি শুরু হয়.....‘দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি’ (The Old Man and the Sea) উপন্যাসটি
‘আর্নেস্ট হেমিংওয়ে’ (Ernest Hemingway) এর অভূতপূর্ব সাফল্যের পূর্ণরূপ
প্রকাশ পেলো যখন তিনি ১৯৫২ সালে উপন্যাসটিকে প্রকাশিত করলেন।একদৃষ্টিতে, গল্পটি একজন সাধারণ বৃদ্ধ কিউবান জেলের, যিনি কিনা ভাগ্যের
সাথে যুদ্ধে নেমেছিলো নিজেকে এবং শুধুমাত্র নিজেকে টিকিয়ে রাখার জন্য।
কিউবান বৃদ্ধ, সাহসী জেলে, শক্তিশালী মননের অধিকারী, সেন্টিয়াগো
(Santiago), গল্পের মূল নায়ক। যার চরম ভাগ্য তাকে বারবার পরীক্ষার সম্মুখীন
করে, যেখানে সে নিষ্ঠুরতা, মানসিক যন্ত্রণার সাথে ভেসে বেড়ায়, লড়াই করে,
নিজেকে বাঁচিয়ে রাখে শূণ্যের মাঝে!
উপন্যাসে বুড়ো জেলে
‘সেন্টিয়াগো’র নিজের সাথে নিজের যুদ্ধ, সে সাথে একাকীত্বে সাথে নিয়ে
উপসাগর-স্রোতের সাথে অন্ততকালের সাহসকে মোকাবেলার ব্যক্তিগত জিত-হারকে এক
নান্দনিক রূপে রূপান্তর করেছেন লেখক‘হেমিংওয়ে’, যা সৃষ্টি হয় বিংশ শতাব্দীর
এক জাঁকালো ক্ল্যাসিক উপন্যাসে।
কিন্তু, এটি গল্পের সমাপ্তি নয়। এ
গল্প হলো সেই ব্যক্তির সাহসিকতা ও বীরত্বের, যিনি কিনা নিজের সাথে যুদ্ধ
করে বেঁচে থাকেন, প্রকৃতি, তাগড়াই মাছ, সাগরের তিমি এবং নিজের উপর হেরে
যাওয়া... ইত্যাদি সহ সবকিছু নিয়ে অনবরত সংগ্রাম করে যাচ্ছেন।
নিজের
ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া বলতে গেলে বেশ উচ্ছ্বাসিত হয়ে যাবো। কারণ,
‘হেমিংওয়ে’ এই উপন্যাসের প্রতিটি পাতায় পাতায় মৃত্যুকে প্রাণবন্ত করে
দেখিয়েছেন। নিজের শাশ্বত জীবনের যুদ্ধকে তিনি সুচারুরূপে ফুটিয়ে তুলেছেন
বইয়ের অধ্যায়ে, ফুটিয়েছেন জেলে ‘সেন্টিয়াগো’ র রূপে।
জেলে‘সেন্টিয়াগো’ বেশ দারিদ্র্যতার সাথে জীবন কাটালেও নিজেকে সবসময় মজবুত
রেখেছেন, শক্তিশালী রেখেছেন। একসময় তিনি বলেছিলেন, “আমার পুরো জীবনটায়
সূর্যের এই আলো আমার সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছে, কিন্তু তবুও আমি ভালো
আছি।”
উপন্যাসের প্রতিটি অধ্যায়ে অনন্য সাহিত্যিক‘হেমিংওয়ে’ নতুন
কিছু উপহার দিয়েছেন। প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সামুদ্রিক
হিংস্র প্রানীর সাথে উদ্যম লড়াই, রক্তাক্ত, ক্লান্ত শরীরে ভার হয় নি কিছু!
প্রতিবার যুদ্ধে জড়িয়েছেন একা, জয়ী হয়েছেন একাকিত্বের সঙ্গে, হেরেছেন সময়ের
সঙ্গে।
একসময় এসে বৃদ্ধ সফল হয়, সাথে ব্যর্থ হয়, অবশেষে পুনরায়
জয়ী হয়। গল্পটি নিজেকে পরিপূর্ণতা দিয়েছে সকল প্রকৃতির শক্তির বিরুদ্ধে
বৃদ্ধের ধৈর্য্যের এবং পৌরুষত্বে টিকে থাকার মধ্য দিয়ে।
সাহিত্য
প্রেমীদের ও সব পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি এই দৃষ্টিনন্দন আর নান্দনিক
শিল্পকর্ম পড়ার জন্য , যার প্রতিটি প্রচ্ছদ দুর্দান্ত এক অবিস্মরণীয় আবেগের
স্পর্শ পাবেন....
#বইয়েরদুনিয়ায়স্বাগতম
No comments