Things Fall Apart by Chinua Achebe
বইয়ের নাম – Things Fall Apart
লেখক – Chinua Achebe
ঘরনা - Novel, Historical Fiction
ভাষা – ইংরেজি
বইয়ের পৃষ্ঠা – ২০০
বিনিময় মূল্য – ১,০৪৮ টাকা
প্রকাশনী – Penguin group
রিভিউ লেখক- মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল
গুড রিডস লিংক- THINGS FALL APART
ব্যক্তিগত অনুযোগ (রেটিং) – ৪.২/৫
ইতিহাস সৃষ্টিকারী এই নান্দনিক বইটার কিছু কথা দিয়ে আজকের পর্যালোচনা শুরু
করবো, যে কথাগুলো আমার হৃদয়কে ব্যথিত করেছে। আমাকে হতবাক করেছে, আমাকে
শক্ত করেছে।
কথার প্রসঙ্গে কথা টেনে এনে যখন.....Okonkwo
যখন Uchendu কে নিজের করা প্রশ্নগুলো করলো, তখন সবাই নিশ্চুপ হয়ে গেলো।
ক্ষাণিক পরে Uchendu বললো, “ঠিক আছে, আমার কথা শোনো,” বলে নিজের গলা
পরিষ্কার করলো সে।“এটা সত্য যে, সন্তান সবসময় বাবার অধীনের থাকা,
বাবার কর্তৃত্বে-পরিচয়ে বড় হয়। কিন্তু, যখন একজন বাবা তাঁর সন্তানকে শাসন
করে, সন্তান তখন সহানুভূতির জন্য মায়ের কোল খুঁজে। যখন একজন মানুষের
পারিপার্শ্বিক ও আনুষাঙ্গিক বিষয়গুলো তার নিজের নিয়ন্ত্রণাধীন থাকে,
মুহূর্তগুলো রঙিন ও আনন্দদায়ক থাকে, তখন সে তাঁর নিজের পিতৃভূমিকে নিজের
অস্তিত্বে মিশিয়ে দেয়। কিন্তু, যখন দুঃখ, তিক্ততা এবং গভীর মনোবেদনা কাউকে
আঁকড়ে ধরে, তখন সে নিজেকে মাতৃভূমির দিকে, মায়ের কোলের দিকে ফিরে যেতে চায়।
তোমাদের মা এখানে তোমাদের নিরাপত্তার জন্য আছে, এইখানে সে ঘুমিয়ে আছে। আর,
এইজন্য, শুধুমাত্র এইজন্য, মাতৃভূমি স্বর্গীয়। তুমি, Okonkwo, কি পারবে
তোমার মাতৃভূমি ছেড়ে চলে যেতে, তোমার মা’কে অপদস্থ করতে? সাবধান হয়ে যাও
নতুবা তুমি কিন্তু এখানে ঘুমন্ত থাকাদের জাগিয়ে তুলবে! তোমার দায়িত্ব আর
কর্তব্য হচ্ছে তোমার স্ত্রীদের এবং তোমার সন্তানদের আরাম-আয়েশের ব্যবস্থা
করা আর দীর্ঘ সাত বছর পর তোমার পিতৃভূমিতে তাদের নিয়ে ফিরে যাওয়া। কিন্তু,
যদি তুমি নিজের অবস্থান থেকে ফিরে যাও তবে তোমাকে এখানে হত্যা করা হবে, আর
তোমার পরিবারের সব সদস্যদের নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে।”সে কিছুক্ষণের জন্য থামলো। “এরা এখন থেকে তোমার জ্ঞাতিগোষ্ঠী,” সে তার ছেলেমেয়েদের দিকে হাত নাড়িয়ে বললো।উফফ!!!কি দুর্দান্ত আর মর্মভেদী বক্তব্য, একই সাথে চিনুয়া অ্যাচেবে’র আরেকটি অনন্য সাহিত্য সৃষ্টি।বইটি শুরু হয়....বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৮ সালে, যে বছর ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম
তাদের ঔপনিবেশিক সুলভ আচরণের অবসান দেখতে পায় এবং ঘানা আফ্রিকার মহাদেশে
সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে।অন্যায্য অধিকারের অবসান শুরু হয় যা
Chinua Achebe তার প্রথম উপন্যাসে তুলে ধরে সেসব ঘটনাগুলোকে, যা তখনকার
আফ্রিকা মহাদেশের সর্বস্ব অবস্থার সর্বনাশা ইতিহাস নিয়ে রচিত হয়।ঊনিশ শতকের শেষের দিকে যখন আফ্রিকান সভ্যতা হামাগুড়ি দিয়ে ইউরোপীয় শক্তি
থেকে বিচ্ছিন্ন হচ্ছিলো, তখন Things Fall Apart গল্পের Okonkwo, একজন
গর্বিত ও অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যার বসবাস Umuofia নামের একটি
গ্রামে, আর Okonkwo এর বংশের আদিপুরুষ সবাই কৃষক।সমাজ ব্যবস্থা
সেখানে পিতৃশাসিত ও গণতান্ত্রিক। Achebe এর মতে, গ্রাম্য জীবন ব্যবস্থা
নতুন প্রজন্মের সাথে বদলে গেলে আবহমান সংস্কৃতি ধ্বংসের মুখোমুখী হয়।সে সময়ে, ইংরেজরা ফিরে আসলো নতুন রুপে, নতুন কিছু নিয়ে।ইংরেজরা এবার ফিরে এলো ধর্ম নিয়ে, বাইবেল নিয়ে। “হয় বাইবেলকে গ্রহণ করো,
না হয় মৃত্যুকে বরণ করে নেও,” এ ছিলো ইংরেজদের নীতি। গ্রামের মানুষ যখন
জীবনকে ভালোবেসে খ্রিস্টধর্মে নিজেদের মিলিয়ে নিলো, বংশপরিক্রমায় চলে আসা
গ্রামের সুস্থিতি বন্ধনমুক্ত হলো, নীতিকর্ম ভেঙে যেতে শুরু করলো।Okonkwo এর বন্ধু Obierika বলতে লাগলো, “ঐ সাদা চামড়ার মানুষগুলো ভীষণ
চালাক, ওরা খুব নীরবে এবং শান্তিতে এসেছে ওদের ধর্ম নিয়ে। আমরা ওদের
ব্যবহারে বোকা হয়ে গিয়েছি এবং ওদেরকে আমাদের সাথে থাকার অনুমতিও দিয়ে
দিয়েছি। এখন ওরা আমাদের ভাইদেরেক এবং আমার গোষ্ঠীদের আলাদা করে দিচ্ছে,
যাতে আমরা নিজেদের মধ্যকার ভ্রাতৃত্ববোধ নষ্ট করে ফেলি।”অভিযোজিত করার অপচেষ্টায়, Okonkwo নিজেকে আধুনিক গ্রিক ট্র্যাজেডির নায়ক হিসেবে খুঁজে বের করে!
নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া লিখতে গিয়ে বেশ উৎকন্ঠে ভুগছিলাম। এজন্য,
ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া সমুচিত না হলেও ভাবোলপদ্ধি দিয়ে কিছু বলতে
পারি।উপন্যাসে উপন্যাসিক সমসাময়িক সামাজিক জাতির আত্মিক
বৈশিষ্ট্য,পারিপার্শ্বিক অবস্থা, ব্যক্তিমানসের পারস্পরিক সম্পর্ক,
ইংরেজদের শাসন ব্যবস্থা, আফ্রিকার সংস্কৃতি, তাঁদের জীবনমাত্রা... ইত্যদিকে
তুলে ধরতে চেয়েছেন।গল্পের টানে অথবা চরিত্রগুলো সৌন্দর্যে বার
বার আমার হৃদপিন্ডের প্রকোষ্ঠের আত্নক্ষয়ী আর্তনাদ দ্বিধান্বিত হয়ে
গিয়েছিলো, সময়কে গহ্বরে টেনে নিয়েছিলো।কারণ, বিদেশী চিরায়ত উপন্যাসগুলো শব্দে, মননে, শৈলীতে অনন্যসাধারণ হয়ে থাকে।Things Fall Apart উপন্যাসটি তার ব্যতিক্রম নয়। উপন্যাসে মূলত সর্বোপরি
নায়কের ট্র্যাজেডির পরিণতি, Okonkwo এবং Igbo সংস্কৃতির পূর্ণরূপ বর্ণনা
দেওয়া হয়েছে। পূর্ব নাইজেরিয়ার Umuofia সম্প্রদায়ের একজন সৈনিকের অপরাজেয়
কাহিনী নিয়ে ফুটে উঠেছে Things Fall Apart।সাহিত্য প্রেমীদের ও
সব পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি এই দৃষ্টিনন্দন আর নান্দনিক শিল্পকর্ম পড়ার
জন্য , যার প্রতিটি প্রচ্ছদ দুর্দান্ত এক অবিস্মরণীয় আবেগের স্পর্শ পাবেন
No comments