Header Ads

Audio Center

BOOK REVIEW

রিভিউ অডিও
আড্ডায় বইয়ের পাতা (Adday Boier Pata) চাচ্ছে যে, আমরা যারা কষ্ট করে, নিজের সময় বের করে  রিভিউ লিখছি, নিজের ভাষায় তা ফুটিয়ে তুলবার চেষ্টা করছি, তাদের রিভিউ গুলোই যেন হারিয়ে না যায়।রিভিউ গুলো ধারাভাষ্যকারে অডিও ক্লিপের মাধ্যমে সংরক্ষণ করা হবে।এতে যুগ যুগ ধরে সংরক্ষিত থাকবে আপনার কষ্টে লিখা রিভিউ।
আর রিভিউ যেহেতু অন্য বই পড়ুয়াকে উদ্ধত করতে লিখা হয়।সেহেতু আপনার কাঙ্ক্ষিত সেই রিভিউ টি যদি আকর্ষণীয় করে অডিও ক্লিপ বা স্লাইড ভিডিও হিসেবে তৈরী করা হয়, তাহলে শ্রোতা মুগ্ধ হয়ে তা অনুধাবন করবে।কারন কিছু পড়তে গেলে তা নিরিবিলি, চুপচাপ থেকে পড়তে হয়। কিন্তু অডিও ক্লিপ যদি আমরা বানাতে পারি তাহলে শ্রোতা যে কোন অবস্থায় থেকে তা শ্রবণ করতে পারবেন। আপনার পছন্দের রিভিউ এবং সেরা রিভিউটা যদি ভোটের মাধ্যমে উপযুক্ত হয়, তাহলে আপনার রিভিউ আমরা বানিয়ে ফেলবো অডিও ক্লিপ হিসেবে। যেকোন সময়ে আপনার উক্ত ক্লিপ্টি পাওয়ার জন্য আপনার হাতের কাছে থাকা ইউটিউবে তার জায়গা হবে। মানে হচ্ছে, যে কেউ সহজেই আপনার রিভিউটি ইউটিউবের মাধ্যমে যেকোন অবস্থায়,যেকোন সময়ে তা ডাউনলোড অথবা অনলাইনেও শুনে নিতে পারবে।
আড্ডায় বইয়ের পাতা গ্রুপ এই প্রথম ইউটিউবে যেতে চললো। আমরা ইতিমধ্যেই তিনটি বইয়ের রিভিউর কাজ করে ফেলেছি।ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা আর ভালোবাসা পাশে থাকলে আমরা এগিয়ে যাবো অনেক দূর।
যেসব ভিডিওগুলো পাবলিশড হয়েছে→

১. বইঃ-৩.৪৬ এ.ম ||নিক পিরোগ 

২. বইঃ-বরফ গলা নদী|| জহির রায়হান
৩.বইঃ-ভূতের বাচ্চা সাপুফো || বদরুল মিল্লাত

অবশ্যই সবাই দেখবেন।মতামত জানাবেন।ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওগুলো আপনার নতুন বই পড়ুয়া বন্ধুদের মাঝে।নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় গ্রুপ #আড্ডায়_বইয়ের_পাতা গ্রুপের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি।
    ~বইয়ের আলোয় আলোকিত হোক মানবসমাজ।

#হ্যাপি_রিডিং💘💘

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.